মামলা তদন্তে আধুনিক কৌশল প্রয়োগের নির্দেশ পিবিআই প্রধানের

মামলা তদন্তে বিভিন্ন আধুনিক কৌশল প্রয়োগের নির্দেশনা দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

শনিবার (২৮ জানুয়ারি) পিবিআই নাটোর জেলা ইউনিট পরিদর্শন ও বিশেষ অপরাধ সভায় কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন। পিবিআই’র মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এ সময় বনজ কুমার মজুমদার মামলা তদন্তে বিভিন্ন আধুনিক কৌশল সংক্রান্তে বেশ কিছু দিকনির্দেশনা দেন। একজন তদন্তকারী কর্মকর্তা চুরি, ডাকাতি, অপহরণ, খুন এবং চাঞ্চল্যকর হত্যা মামলা তদন্তে কীভাবে সেসব কৌশল প্রয়োগ করবেন তা বিস্তারিত তুলে ধরেন তিনি।

এ সময় ছিলেন রংপুর ও রাজশাহী বিভাগ পিবিআই’র অতিরিক্ত ডিআইজি সুজায়েত ইসলাম এবং পিবিআই নাটোর জেলার পুলিশ সুপার শরিফ উদ্দীন।

মতবিনিময় সভা শেষে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার পিবিআই নাটোর জেলা অফিসের ছায়াতদন্ত রেজিস্ট্রারসহ অফিসের বেশকিছু গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পরিদর্শন করেন। এসব রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ সংক্রান্তে কিছু দিকনির্দেশনা দেন। এরপর তিনি নাটোর জেলার বেশ কিছু ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।