খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাইসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাইসাইকেল আরোহী মহসিন রেজা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পুরানা পল্টনে একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন।

রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া বলেন, গত শনিবার দিবাগত (২৯ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে বাইসাইকেল চালিয়ে তার কর্মস্থল পুরানা পল্টন থেকে পূর্ব গোড়ানের বাসায় ফিরছিলেন মহসিন রেজা। খিলগাঁও রেলগেট ফুটওভার ব্রিজের নিচে সড়কে দ্রুতগতির অজ্ঞাত কোনও যানবাহন পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। 

সেখান থেকে আহতবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রবিবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মহাসিন রেজা সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার কারিয়া বাজার এলাকার ওয়াজেদ আলী মণ্ডলের ছেলে।