অমর একুশে বইমেলা

আজকের নির্বাচিত বই

লেখক-পাঠকের সরব উপস্থিতিতে জমে উঠতে শুরু করেছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে বিস্তৃত সোহরাওয়ার্দী উদ্যানের খোলা প্রান্তরে মেলা চলবে ফেব্রুয়ারিজুড়ে। অর্ধশতাধিক প্রকাশনীর স্টলে নতুন বইয়ের সঙ্গে থাকবে তাদের আগে প্রকাশিত বইও।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বইমেলার দ্বিতীয় দিনে এসেছে নতুন ২১টি বই। বাংলা একাডেমির মেলা পরিচালনা কমিটির তথ্য অনুযায়—প্রকাশিত বইয়ের মধ্যে গল্পের ২টি, উপন্যাস ১টি, প্রবন্ধ ৩টি, কবিতা ২টি, গবেষণা ৩টি, জীবনী ২টি, নাটক ১টি, বিজ্ঞান ৪টি, রাজনীতি ১টি, অন্যান্য ১টি।

নতুন বই নিয়ে বাংলা ট্রিবিউনের মাসব্যাপী আয়োজনে আজকের নির্বাচিত বই

image(10)

প্রিয় সুনীলদা, লেখক: বেলাল চৌধুরী, প্রকাশক: প্রথমা, প্রচ্ছদ: মাসুক হেলাল, দাম: ২৫০ টাকা

image(11)

অরই, লেখক: ধ্রুব এষ, প্রকাশক: ময়ূরপঙ্খী, অলংকরণ: শ্রেয়া সেন

image(12)

শৃঙ্খল মুক্তির জন্যে কবিতা, লেখক: মুহাম্মদ সামাদ, প্রকাশক: নবান্ন, প্রচ্ছদ: নূর নাহিয়ান, দাম: ৪৫০ টাকা

image(13)

কর্ণ, লেখক: হরিশংকর জলদাস, প্রকাশক: জসীম উদ্দিন, প্রকাশক: কথাপ্রকাশ, দাম: ৫০০ টাকা

image(14)

ডক্টর ফস্টাস, লেখক: ক্রিস্টোফার মার্লো, অনুবাদ: আব্দুল্লাহ-আল-মামুন, প্রকাশক: বিশ্বসাহিত্য কেন্দ্র, প্রচ্ছদ: ধ্রুব এষ, মূল্য: ১৮০ টাকা

IMG-20230201-WA0043

তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে, লেখক: গাজী মিজানুর রহমান, প্রকাশক: আদর্শ, প্রচ্ছদ: হৃদয় হোসেন রাব্বি, দাম: ২৮০ টাকা। বইমেলায় স্টল না থাকায় বইটি অনলাইনে পাওয়া যাচ্ছে।