প্রেস ক্লাবে শীত উৎসব ও আবৃত্তি কর্মশালা

জাতীয় প্রেস ক্লাবে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে শীত উৎসব। এ উপলক্ষে ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল ক্লাব প্রাঙ্গণ। একই দিনে তিন দিনব্যাপী ‘শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা’র শুরু হয় জাতীয় প্রেস ক্লাবে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের কাবাব ঘরের বাগানে শুরু হয় শীত উৎসব।  প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উৎসবের উদ্বোধন করেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু পিঠাগুলোকে পরিচিত করে দেওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাব এ ধরনের উৎসবের আয়োজনের করে চলেছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উৎসবে শ্যামল দত্ত বলেন, ‘আজকে সত্যিই ভালো লাগছে। শীতের এই সুন্দর সকালে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন তাতে আমি অভিভূত।’

বিভিন্ন ধরনের পিঠা পরিবেশনের সঙ্গে সঙ্গে চলে বাউল গান। গান পরিবেশন করেন মনিকা দেওয়ান এবং তার দল, দেলোয়ার বয়াতি এবং তার দল।

আবৃত্তি কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত (মাঝে)এদিকে, সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সদস্য সন্তানদের (প্রাইমারি-দ্বাদশ শ্রেণি) ‘শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা’র আয়োজন করা হয়।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকামউল্লাহ।

শিশু শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ সিদ্দিকী সোমা তিন দিনব্যাপী এ কর্মশালার সঞ্চালনা করেন। 

অনুষ্ঠান দুটিতে আরও উপস্থিত ছিলেন– জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য কল্যাণ সাহা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ, উপদেষ্টা মণ্ডলী সদস্য মীর বরকত, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ এবং সাংবাদিক মীর মাশরুর জামান রনি।