সাক্ষাৎকারে তানজিম তানিম

‘তরুণ প্রজন্মের কাছে নতুন লেখকের বই কম পৌঁছাচ্ছে’

কর্মজীবনে সরকারি ব্যাংকের কর্মকর্তা হলেও ব্যাংকার নয়, লেখক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তরুণ ঔপন্যাসিক তানজিম তানিম। বইমেলার অষ্টম দিন বুধবার (৮ ফেব্রুয়ারি) মেলায় বাংলা ট্রিবিউনের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি নিজের বই, মেলার প্রাপ্তি-প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

মেলায় আপনার কয়টি বই বের হয়েছে?

এবছর ‘তক্ষক’ নামে আমার বই প্রকাশিত হয়েছে। বইটির পুনর্মুদ্রণ চলছে। আশা করছি আগামী শুক্রবারের মধ্যে দ্বিতীয় মুদ্রণ মেলায় চলে আসবে। বইটি বেশ সাড়া ফেলতে পেরেছে। এজন্য আমি পাঠকের কাছে কৃতজ্ঞ।

বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কী?

তরুণ লেখক হিসেবে আমি চাই বাংলাদেশের মেলাটা বিশ্বের অন্যতম আদর্শ হোক। এখনও আমরা সেই অবস্থায় যেতে পারিনি। তবে সে জায়গায় পৌঁছাতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে।IMG_20230207_201644

আপনার নতুন বই নিয়ে পাঠকদের প্রতিক্রিয়া কেমন?

এবারেরটি থ্রিলারধর্মী উপন্যাস। সরীসৃপ প্রাণী তক্ষকের নামে নাম। মূলত গ্রামের একটি ছোট পরিবারের কিছু মেধাবী ছেলেমেয়ের জীবন নিয়ে লেখা উপন্যাসটি। কয়েকজন ছেলেমেয়ের শৈশব থেকে যৌবন পর্যন্ত সময়টি উপন্যাসে ধরা হয়েছে। আমার জীবনের কিছু অংশের সাথে মিলে গেছে উপন্যাসের প্রেক্ষাপট ও চরিত্রগুলো।

ব্যাংকার থেকে লেখক হয়ে উঠার পেছনের গল্প ক?

আমার বাড়ি গাজীপুরে। লেখালেখি অনেক আগে থেকেই শুরু। কবিতা, গল্প বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হতো একসময়। গাজীপুর জেলায় যেসব সংস্কৃতিমূলক প্রতিযোগিতা হতো সেখানে সবসময় একটা স্থান ধরে রাখতে পেরেছি। বাবা-মায়ের কাছ থেকে সবসময় অনুপ্রেরণা পেয়েছি। বই করবো বলে যখন ভাবছিলাম এক প্রকাশক আমার পাণ্ডুলিপি চাইলেন। তখন কিছুটা ইতস্তত ছিলাম যে আসলেই কি আমি বই বের করবো? বই বের হলে সবাই আমাকে লেখক বলবে, আমার কি সেই জায়গায় যাওয়ার যোগ্যতা আছে? তারপর ধীরে ধীরে তিনটি বই প্রকাশ হলো। পাঠক বই পড়ে খুব ভালো ভালো রিভিউ দিচ্ছেন। পাঠকের কাছে থাকতে পারছি, এগিয়ে যেতে পারছি—এটা খুবই ভালো লাগে।IMG-20230207-WA0002

বইমেলা কোনও অসঙ্গতি কি আপনার চোখে পড়েছে?

অসঙ্গতি বলবো না, বলবো আমাদের আরও উন্নয়নের প্রয়োজন। আমাদের দেশে মানুষ যত তার তুলনায় পাঠক বেশি নেই। তরুণ প্রজন্মের কাছে নতুন লেখকের বই কম পৌঁছাচ্ছে। এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে।

পাঠকের কাছে আপনার প্রত্যাশা ক?

পাঠকের প্রতি প্রত্যাশা, তারা যেন বইয়ের সাথেই থাকেন। আমরা তরুণ যারা লেখক আছি তারা ই-বুক নিয়ে কাজ করতে চাই, অডিও বুক নিয়ে কাজ করতে চাই, অডিও ভিজ্যুয়াল বুক নিয়ে কাজ করতে চাই। আমরা সাহিত্যের নতুন নতুন যে সকল ধারা আছে সেসব নিয়ে কাজ করতে চাই। গ্রাফিক নোভেল নিয়ে কাজ করতে চাই। ভালো বইয়ের যে শূন্যতা পাঠক মনে করেন, আমার মনে হয় সেটি কাটবে, বইয়ের বাজার আরও সুন্দর হবে।

উল্লেখ্য, তানজিম তানিমের প্রথম উপন্যাস 'মেঘকুটির' প্রকাশিত হয় ২০২১-এ। পরের বছর বের হয় ‘কাঁকন’। এবছর জ্ঞানকোষ থেকে বেরিয়েছে 'তক্ষক'।