ভালোবাসা দিবসে তারকা হোটেলের আয়োজন

প্রিয়জনকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপনে নানা আয়োজন করেছে রাজধানীর তারকামানের হোটেলগুলো। ভালোবাসার মানুষকে নিয়ে রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারসহ নানা ধরনের অফার রয়েছে হোটেলগুলোতে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

পৃথিবী বদলে গেছে, কিন্তু অনুভূতি রয়ে গেছে একই রকম। সীমাহীন স্বপ্ন, আশা আর সীমাহীন সম্ভাবনায় ভ্যালেন্টাইন্স ডে-তে আগের মতোই প্রেম উদযাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এই হোটেলটি।  ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে ভালোবাসা দিবস উদযাপন করতে রয়েছে লাইভ মিউজিক আর ‘অ্যাকুয়া ডেক’ বারবিকিউ ব্যুফে ডিনার। এজন্য জনপ্রতি খরচ হবে ৬ হাজার ৫০০ টাকা।

একইসঙ্গে নিজের একান্ত মানুষটির সঙ্গে অবিস্মরণীয় স্মৃতি তৈরি করতে রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার দ্য অ্যাম্বার রুমে, লাইভ ভায়োলিনের সঙ্গে। এজন্য কাপল প্রতি খরচ হবে ১৫ হাজার টাকা।

ইন্টারকন্টিনেন্টালে সুরের মুর্ছনায় প্রিয়জনের সঙ্গে উপভোগ করা যাবে বিশেষ ডিনার

লা মেরিডিয়ান ঢাকা

লা মেরিডিয়ান ঢাকা প্রিয়জনের সঙ্গে প্রেম উদযাপনের আয়োজন করেছে ভালোবাসা দিবসে। প্রিয়জনের সঙ্গে ছয় কোর্স সেট মেন্যু থাকছে, প্রতি কাপলের জন্য খরচ হবে ১৯ হাজার ৫০০ টাকা।

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল

ভালোবাসা দিবস উপলক্ষে এই হোটেলে রয়েছে নানান আয়োজন। রেস্তোরাঁয় লাইভ রোমান্টিক জ্যাজ ব্যান্ড এবং সাত কোর্সের ডিনার উপভোগ করা যাবে।

রেস্তোরাঁয় লাইভ রোমান্টিক জ্যাজ ব্যান্ড এবং সাত কোর্সের ডিনার উপভোগ করা যাবে

আমারি ঢাকা

ভালোবাসা দিবসের পাশাপাশি বসন্ত উদযাপনে নানান খাবার আয়োজন করছে হোটেলটি। বাসন্তী আয়োজনে  থাকছে হরেক রকমের ভর্তা, হাঁস ভুনা, ইলিশ, বাংলা কাবসা, মাছের ঝোল, স্ট্রিট ফুড এবং ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টান্নের সমাহার।  আর একটি কিনলে দুটি ফ্রির অফারও রয়েছে।

আমারি ঢাকা রেস্তোরাঁয় সেট মেন্যু পাওয়া যাবে। এছাড়া দম্পতিদের জন্য রুম ভাড়ার ওপরে থাকছে বিশেষ ছাড়।