অমর একুশে বইমেলা

আজকের নির্বাচিত বই

বইমেলার ২০তম দিন সোমবার (২০ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১০০টি। এরমধ্যে গল্পের বই ১৩টি, উপন্যাস ১১, প্রবন্ধ ৫, কবিতা ২৫, গবেষণা ৭, ছড়া ২, শিশুসাহিত্য ১, জীবনী ৩, রচনাবলি ১, মুক্তিযুদ্ধ ২, নাটক ৩, বিজ্ঞান ২, ইতিহাস ৩, ভ্রমণ ২, রাজনীতি ১, চিকিৎসা ১, বঙ্গবন্ধু ১, রম্য ১, ধর্মীয় ২, অনুবাদ ৪, অভিধান ১, সায়েন্স ফিকশন ১ ও অন্যান্য ৭টি।

বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আজকের নির্বাচিত বই

IMG_20230220_174702কবিতার যিশু, লেখক: মুহাম্মদ নুরুল হুদা, প্রকাশক: পাঠক সমাবেশ, প্রচ্ছদ: আনিসুজ্জামান সোহেল, মূল্য: ৪৯৫ টাকা।

 

IMG_20230220_174750পুঁজিবাজার বিনিয়োগ ও কৌশল, লেখক: মো. শরিফুল ইসলাম (শামীম), প্রকাশক: জ্যোতিপ্রকাশ, প্রচ্ছদ: মো. রিপন মিয়া, মূল্য: ৩৫০ টাকা।

 

IMG_20230220_174832আমার একাত্তর, লেখক: শাহরিয়ার কবির, প্রকাশক: অনন্যা, প্রচ্ছদ: শেখ আলি নেয়াজ, মূল্য: ৩৭৫ টাকা।

 

IMG_20230220_174914বঙ্গবন্ধুর পারিবারিক ত্রয়ী উপন্যাস, লেখক: আনোয়ারা সৈয়দ হক, প্রকাশক: আগামী, প্রচ্ছদ: ধ্রুব এষ, মূল্য: ১০০০ টাকা।

 

IMG_20230220_175014ভিন্ন আবেগী, লেখক: কাজী অন্তরা, প্রকাশক:  বাঙালির পাঠশালা, প্রচ্ছদ: নাসরিন বেগম, মূল্য: ২২০ টাকা।

 

IMG_20230220_175037প্রায়ান্ধ পৃথিবী, লেখক: তাছাদ্দুক হোসেন, প্রকাশক: গতিধারা, প্রচ্ছদ: দেওয়ান সাকিব, মূল্য: ১৫০ টাকা।

 

IMG_20230220_175102পল্লীকবি জসিম উদদীনের গান, লেখক: ড. জাহিদুল হক, প্রকাশক: হাওলাদার, প্রচ্ছদ: মোবারক হোসেন লিটন, মূল্য: ৩৫০ টাকা।

 

IMG_20230220_175137ডেটা সাংবাদিকতা, লেখক: পলাশ দত্ত, প্রকাশক: ঐতিহ্য, মূল্য: ২৮০ টাকা।

 

IMG_20230220_175206স্বৈরাচারের ঘরে, লেখক: মাহমুদা সুলতানা, প্রকাশক: ঐতিহ্য, প্রচ্ছদ: ধ্রুব এষ, মূল্য: ২০০ টাকা।