বিদেশে বাংলাদেশ মিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিদেশে বাংলাদেশ মিশনে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দূতাবাসগুলোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চেন্নাই

ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ উপ-হাই কমিশন একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। চেন্নাইয়ে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোতে এবং তামিলনাড়ু আর্ট অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টের সঙ্গে বাংলাদেশ উপ-হাই কমিশন যৌথভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও চ্যান্সারি প্রাঙ্গণে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন– চেন্নাইয়ের শ্রীলঙ্কা, জাপান, মালয়শিয়া ও ফ্রান্সের উপ-হাই কমিশন।

এছড়া তামিলনাড়ু আর্ট অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিলেন– যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, জার্মানি, মালয়েশিয়া, রাশিয়ার কনসাল জেনারেলসহ বিভিন্ন মিশনের কূটনীতিক, তামিলনাডু সরকারের মুখ্য সচিব, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, চেম্বার প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেন্নাইয়ে বাংলাদেশের উপ-হাই কমিশনার শেলী সালেহীন। যেখানে তিনি বাংলাদেশের মানুষের জীবন ও সংস্কৃতির গঠনে বাংলা ভাষার প্রভাবের বিষয়টি তুলে ধরেন।

মিলান

ইতালির মিলানে বাংলাদেশ উপ-হাই কমিশন একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা পালন করেছে

ইতালির মিলানে বাংলাদেশ উপ-হাই কমিশন একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা পালন করেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপ-হাই কমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

দিবসটি পালনের লক্ষ্যে বাংলাদেশ সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে মিলানের পিয়াজা দোকা দা ওসতা চত্বরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কনসাল জেনারেলের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মিলানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা।