সাংবাদিক উদিসা ইসলামের বই ‘মুক্তির পথে দিনলিপি ৭১’ এখন মেলায়

লেখক-সাংবাদিক উদিসা ইসলামের ‘মুক্তির পথে দিনলিপি ৭১’ প্রকাশিত হয়েছে। নতুন আসা বইটিতে মুক্তিযুদ্ধের সময় দেশি-বিদেশি গণমাধ্যমে ১৯৭১ সালের ঘটনাপ্রবাহ, বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র নিয়ে যেসব প্রতিবেদন ছাপা হয়েছে, সেগুলো থেকে একটি চমৎকার ক্রনোলজি তৈরি করা হয়েছে। এটি লেখকের বারোতম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক তৃতীয় বই।

স্বাধীনতার ৫০ বছর পার করে এসেও মুক্তিযুদ্ধ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। কিন্তু এতো ধরনের গবেষণা ও বয়ান হাজিরের পরেও এর বহু তথ্য এখনও মানুষের অজানা, অন্যদিকে আছে নানা রকম অপপ্রচার। সেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাপকভিত্তিক গবেষণা ও সেগুলোর প্রকাশ ও প্রচার নিয়ে উদিসা ইসলামের তৃতীয় গ্রন্থ ‘মুক্তির পথে দিনলিপি ৭১’।327197271_580540267328222_8771179757749553318_n

প্রকাশনা সংস্থা বিশ্বসাহিত্য ভবন জানিয়েছে, ১৯৭১ সালের ১ ডিসেম্বর থেকে বিজয়ের পথে যাত্রা শুরু করে দেশ। ৩ ডিসেম্বরের পরে ভারতীয় যৌথবাহিনীর যুক্ততার পরে একে একে ঘটতে থাকে অগ্রগতি। সেই ১৬ দিনের এগিয়ে যাওয়াকে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি উদিসা ইসলাম দেখেছেন ‘মুক্তির পথে দিনলিপি ৭১’ হিসেবে। মুক্তিযুদ্ধ নিয়ে নতুন প্রজন্মের উৎসাহ আছে। বরং এ ক্ষেত্রে জোগানের ঘাটতি আছে বলেই এই বই জরুরি।

বিশ্বসাহিত্য ভবন আশা করে ডিসেম্বরের শেষ কয়েকদিনের দিনলিপি দিয়ে পাঠকদের আগ্রহের জায়গাগুলো পূরণ সম্ভব হবে।

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর। বইটি এবারের একুশে বইমেলায় প্যাভিলিয়ন-১৭ এ পাওয়া যাচ্ছে।