অমর একুশে গ্রন্থমেলা

আজকের নির্বাচিত বই

অমর একুশে গ্রন্থমেলা-২০২৩-এর আর বাকি আছে তিন দিন। এই সময়ে পাঠকের সমাগম বাড়ে দর্শনার্থীদের তুলনায়। লিস্ট ধরে বই কেনেন পাঠকরা। মেলার ২৫তম দিন শনিবার (২৫ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১৮৫টি।

এর মধ্যে গল্পের বই ২৩টি, উপন্যাস ১৯, প্রবন্ধ ১১টি, কবিতা ৬৬, গবেষণা ১, ছড়া ১০, শিশুসাহিত্য ৪, জীবনী ৭, মুক্তিযুদ্ধ ৩, নাটক ২, বিজ্ঞান ১, ভ্রমণ ২, ইতিহাস ৪, চিকিৎসা ১, বঙ্গবন্ধু ১, রম্য ১, ধর্মীয় ২, অনুবাদ ৬, সায়েন্স ফিকশন ১ ও অন্যান্য ২০টি।

বইমেলায় প্রকাশিত বইয়ের ওপর বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে থাকছে আজকের নির্বাচিত বই—

স্বাধীনতার বাঁকে বাঁকে বঙ্গবন্ধুর অবদান, লেখক: মো. আবদুল মালিক, প্রকাশক: রিদম প্রকাশনা সংস্থা, প্রচ্ছদ: ফারিয়া হোসেন, মূল্য: ৫০০ টাকা।

বটতলার পণ্ডিত, লেখক: মো. সহিদার রহমান, প্রকাশক: টইটই প্রকাশন, প্রচ্ছদ: সজীব ওয়ার্সী, মূল্য: ২০০ টাকা।

মুক্তিযুদ্ধের ছেঁড়া ডায়েরি, লেখক: চিত্ত ফ্রান্সিস বিরুবে, প্রকাশক: ভাষা প্রকাশ, প্রচ্ছদ: ধ্রুব এষ, মূল্য: ৪০০টাকা।

তোমাদের জন্য আবৃত্তির শত ছড়া কবিতা, সম্পাদনা: রবিশঙ্কর মৈত্রী, প্রকাশক: শ্রাবণী প্রকাশনী, প্রচ্ছদ: সুজাতা সেন, মূল্য: ৪০০ টাকা।

নারী এক শৈল্পিক প্রাণ, লেখক: রামকৃষ্ণ বিশ্বাস, প্রকাশক: মুক্তচিন্ত প্রকাশ, প্রচ্ছদ: ধ্রুব এষ, মূল্য: ২৫০ টাকা।

মুক্তিযুদ্ধের দিনগুলিতে, লেখক: সেলিনা হোসেন, প্রকাশক: রুশদা প্রকাশন, প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর, মূল্য: ২৫০ টাকা।

প্রিয়তমা ফ্যাসিবাদ, লেখক: সাইয়েদ জামিল, প্রকাশক: নাগরী প্রকাশন, প্রচ্ছদ: আল নোমান, মূল্য: ৩৫০ টাকা।

ধুলোবালি কথা, লেখক: রবি শংকর বল, প্রকাশক: ঐতিহ্য প্রকাশনী, প্রচ্ছদ: ধ্রুব এষ, মূল্য: ২০০ টাকা।

অর্ধজনম, লেখক: হাবিবাহ্ নাসরিন, প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশন, প্রচ্ছদ: মিজানুর রহমান, মূল্য: ৩১৫ টাকা।

মাল্টিমিডিয়া জার্নালিজম, লেখক: সবুজ ইউনুস, প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশন, প্রচ্ছদ: ধ্রুব এষ, মূল্য: ২০০ টাকা।