আইজিপি কাপ টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনার পুলিশ টেনিস কমপ্লেক্সে ছিল এই আয়োজন। পুলিশ সদর দফতরে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মিয়া।

প্রতিযোগিতায় অংশ নেন এএসপি থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার ২৭ জন পুলিশ কর্মকর্তা। এককভাবে শরিফুল আলম (এডিসি ফোর্স, ডিএমপি) ৬-২, ৬-৪ সেটে ইহসানুল ফিরদাউসকে (এডিসি, ধানমন্ডি জোন, ডিএমপি) পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

যৌথভাবে আরএমপি কমিশনার আনিসুর রহমান এবং শরিফুল আলম টিম শহীদুল্লাহ এবং ইহসানুল ফিরদাউস টিমকে ৬-০, ৬-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্ট শেষ হয় ২৬ ফেব্রুয়ারি।