আজকের নির্বাচিত বই

অমর একুশে বইমেলা গড়িয়েছে অন্তিম সময়ে। একবছরের জন্য সাঙ্গ হবে সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব। সবার অপেক্ষা থাকবে আগামী ফেব্রুয়ারির। এ আয়োজন উপলক্ষ করেই বছরে সবচেয়ে বেশি বই প্রকাশ করা হয়। মেলায় সেগুলো প্রতিদিন আসে পাঠকের চাহিদা মেটাতে। মেলার ২৭তম দিন সোমবার (২৭ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১৫৮টি।

এরমধ্যে গল্পের বই ২৪টি, উপন্যাস ৯টি, কবিতা ৯টি, কবিতা ৬৭টি, গবেষণা ৭টি, ছড়া ২টি, জীবনী ৬টি, রচনাবলি ৩টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ৩টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৩টি, রাজনীতি ২টি, চিকিৎসা ১টি, বঙ্গবন্ধু ৩টি, রম্য ১টি, ধর্মীয় ২টি, অনুবাদ ৪টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ১টি ও অন্যান্য ৩টি।

বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে থাকছে আজকের নির্বাচিত বই

IMG_20230227_190030একান্ত ব্যক্তিগত, লেখক: নাজমুন নাহার সুমি, প্রকাশক: কণ্ঠস্বর প্রকাশনী, প্রচ্ছদ: ফয়েজ মোহাম্মদ আকরাম, মূল্য: ২০০ টাকা।

IMG_20230227_190104স্বাধীনতা, সমাজ ও বুদ্ধিবৃত্তি, লেখক: শহিদুল ইসলাম, প্রকাশক: মাদার্স পাবলিকেশন,  মূল্য: ৩০০ টাকা।

IMG_20230227_190131একজন মুক্তিযোদ্ধার গল্প, লেখক: কোটন হক সিনহা, প্রকাশক: জোনাকি প্রকাশন, প্রচ্ছদ: রাজিব খান, মূল্য: ২০০ টাকা।

IMG_20230227_190201হৃদয়ের আইসোলেশন, লেখক: আমিনুল ইসলাম তুহিন, প্রকাশক: কণ্ঠস্বর প্রকাশনী, প্রচ্ছদ: আমিনুল ইসলাম তুহিন, মূল্য: ২৪০ টাকা।

IMG_20230227_190238আইরিশ বিপ্লবীদের গল্প, লেখক: আসাদুজ্জামান সম্রাট, প্রকাশক: আপন প্রকাশন, প্রচ্ছদ: আইয়ুব আল আমিন, মূল্য: ২৫০ টাকা।

IMG_20230227_190304সাহিত্যের পৃথিবীলেখক: মুহাম্মদ নুরুল হুদা, প্রকাশক: কথা প্রকাশ, প্রচ্ছদ: আনিসুজ্জামান সোহেল, মূল্য: ২০০ টাকা।

IMG_20230227_190343আলোয়ারালেখক: সুজাদুল হক, প্রকাশক:  আপন প্রকাশন, প্রচ্ছদ: আইয়ুব আল আমিন, মূল্য: ২৪০ টাকা।

IMG_20230227_190441অদ্ভুত কিছু গল্প, লেখক: জাহানারা তোফায়েল, প্রকাশক: একুশে বাংলা প্রকাশন, প্রচ্ছদ: ধ্রুব এষ, মূল্য: ৫২০ টাকা।