ভবন ঝুঁকিপূর্ণ, হাত দিয়ে ইট সরিয়ে চলছে উদ্ধারকাজ

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেছেন, ফায়ার সার্ভিসকর্মীরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবনের নিচে যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না, হাত দিয়ে একটি একটি করে ইট সরিয়ে উদ্ধারকাজ করতে হচ্ছে।

বুধবার (৮ মার্চ) উদ্ধার অভিযান চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা জোন) আখতারুজ্জামান।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল তিন জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে দুজনের মরদেহ শনাক্ত করে তাদের আমরা উদ্ধার করি। আরও একজন নিখোঁজের তথ্য আমাদের কাছে রয়েছে। ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে কথা বলে তথ্যটি যাচাই করবো।

যে জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছিল সেখানে প্রচুর মাছি ছিল। পরে র‍্যাবের ডগ স্কোয়াডের সহায়তা নেওয়া হয়। দুটি মৃতদেহ ফ্লোরের নিচে ছিল। তার ওপরে প্রচুর ডেবরিজ (জঞ্জাল) ছিল।

পুরো উদ্ধার অভিযান হাতে হাতে করতে হয়েছে। শুধু তালা কাটার যন্ত্র ব্যবহার করতে পেরেছি, আর কোনও যন্ত্রপাতি ব্যবহার করতে পারিনি।