জুয়া অ্যাপের অ্যাডমিনসহ গ্রেফতার ৩

‘ম্যাক্স প্লেয়ার’ নামে একটি অনলাইন জুয়া অ্যাপের প্রধান অ্যাডমিনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (৯ মার্চ) এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– আবুল কালাম আজাদ (২২), মো. সুজন (২৪) ও ভবানী রায় (২৪)।

গত ৭ মার্চ রংপুরের কোতোয়ালি মডেল থানা এলাকার অয়ন ছাত্রাবাস থেকে আবুল কালাম আজাদ, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকা থেকে মো. সুজন এবং দিনাজপুরের খানসামা থানা এলাকা থেকে ভবানী রায়কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া অ্যাপ পরিচালনার কাজে ব্যবহার করা একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন, ১৯টি সিম কার্ড, একটি এসডি কার্ড এবং নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ‘গ্রেফতার সুজন ওই অ্যাপের ডেভলপার। সে ৫০ হাজার টাকার বিনিময়ে অ্যাপের সাবস্ক্রিপশন বিক্রি করতো। এছাড়া গ্রেফতার আবুল কালাম আজাদ অ্যাপের অ্যাডমিন হিসেবে কাজ করতো। প্রতি ঘণ্টায় ওই অ্যাপে ৪০ হাজারের বেশি টাকা লেনদেন হতো। গ্রেফতার হওয়া ভবানী রায়ের ব্যবহার করা ২০টির বেশি সিম কার্ডে অবৈধ ই-ট্রানজেকশন নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের সঙ্গে সন্ত্রাসী অর্থায়নের বিষয় জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে এটিইউ’র তদন্তকারী কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় ম্যাক্স প্লেয়ার নামে এপটির সন্ধান পাওয়া যায়। এ চক্রের আরও সদস্য রয়েছে। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। অনলাইন জুয়া পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।’