ভবনটির সামনের সড়ক আজও বন্ধ থাকবে

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনার পর ক্ষতিগ্রস্ত ভবনটির সামনের সড়ক খুলে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রংগন মণ্ডল।

শুক্রবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রংগন মণ্ডল বলেন, ভবনটি ভাঙা হবে না কি মেরামত করে ব্যবহার উপযোগী করা যাবে—তা জানতে ন্যূনতম দেড় মাস সময়ের প্রয়োজন। তবে তার আগে সামনের রাস্তাটি খুলে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার ডিএমপি লালবাগ বিভাগের উপ-কমিশনার (ট্রাফিক) আসমা সিদ্দিকা মিলি বাংলা ট্রিবিউনকে বলেন, যতক্ষণ না রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস থেকে নির্দেশনা পাওয়া না যাচ্ছে, ততক্ষণ রাস্তা বন্ধ থাকবে। ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে—এ অবস্থায় আরও ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

এর আগে গত বুধবার রাতে রাজউক ও বুয়েটের যৌথ বিশেষজ্ঞ দল পরিদর্শন শেষে ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। এ অবস্থায় রাস্তা খুলে দিয়ে বড় কোনও দুর্ঘটনার যেন না হয়—সেটি দেখা হচ্ছে। সেজন্য রাস্তাটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।