জাতীয় নির্বাচনে নারীদের মনোনয়ন বাড়ানোর আহ্বান

আগামী জাতীয় নির্বাচনে সাধারণ আসনে নারীদের আরও বেশি মনোনয়ন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেত্রীরা।

সোমবার ( ১৩ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পে আয়োজিত ‘নির্বাচনে নারী নেতৃত্বের অগ্রগতি’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের তারা এই আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান বলেন, ‘রাজনৈতিক কর্মীরা শুধু নারী উন্নয়নের জন্য নয়, পৃথিবীর সব মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবে। দেশের অগ্রগতির জন্য সবার মধ্যে পরমতসহিষ্ণুতা খুবই জরুরি। দেশের অগ্রগতি নারী-পুরুষের সম্মিলিত কাজের ফল। নারীদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে, আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘সমতা অর্জন করতে হলে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন বিরাজমান বৈষম্য নির্মূল করতে হবে। নারীদের রাজনীতিতে ধাপে ধাপে যোগ্য হয়ে কাজ করতে হবে। আসন্ন সংসদ নির্বাচনে দক্ষ নারীদের মনোনয়ন নিতে এগিয়ে আসতে হবে। নারীর নিরাপত্তা নির্যাতন বিষয়ে নারীদের সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সংসদ সদস্য শেরীফা কাদের বলেন, ‘বর্তমানে দক্ষ, যোগ্য ও শিক্ষিত নারী নেতাদের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় ও তৃণমূলে নারী নেতাদের তাদের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। নির্বাচনের জন্য নিজেদের তৈরি করতে নারীদের নিজেদের সক্ষমতা আরও বাড়াতে হবে।’

গোলটেবিল বৈঠক থেকে রাজনীতিবিদদের প্রস্তাবিত কয়েকটি প্রধান সুপারিশ হলো, নারী প্রার্থীদের তৃণমূলে সাধারণ মানুষের উন্নয়নে সম্পৃক্ততা বাড়াতে হবে; নারীবান্ধব নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে; পরিবারে ও রাজনৈতিক দলে পুরুষ সদস্যদের ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করতে হবে; নির্বাচন কমিশন ও দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত নারীর সাধারণ আসনে মনোনয়ন বৃদ্ধি বিষয়ে সংলাপের আয়োজন করতে হবে; তৃণমূলে যেসব নারী নেতা ভালো কাজ করছেন, গণমাধ্যমে তাদের সাফল্য তুলে ধরতে হবে।