এসডিজি লোকালাইজেশন বিষয়ক প্রশিক্ষণ নিলেন ৩০ কর্মকর্তা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) স্থানীয়করণের কর্মপদ্ধতি ও টুল বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও পৌরসভার ৩০ জন কর্মকর্তা।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট (এনআইএলজি)।

এনআইএলজি, বুয়েট এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যৌথভাবে এই টুলটি তৈরি করে। এই টুল সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোর উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা পর্যায়ে এসডিজি অর্জনের লক্ষ্যে কার্যক্রম অন্তর্ভুক্ত করতে সাহায্য করবে।

জার্মান সরকারের অর্থায়নে ‘ইমপ্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স (আইসিআইসিএফ)’ প্রকল্পের সহায়তায় কর্মশালাটি আয়োজিত হয়। আইসিআইসিএফ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জিআইজেড বাংলাদেশ।

কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর মো. আখতার হোসেন বলেন, ‘এসডিজি লক্ষ্যমাত্রা কেবল এ দেশের যুবকদের সক্রিয় অংশগ্রহণ এবং একটি ভলান্টারি পুল তৈরির মাধ্যমে অর্জন করা যেতে পারে। সেখানে এ বিষয়ে অভিজ্ঞরা যুবসমাজকে আরও দায়িত্বশীলভাবে এসডিজি বাস্তবায়নে জড়িত হওয়ার পথ দেখাতে করতে পারেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব (এসডিজি বিষয়ক) মো. মনিরুল ইসলাম বলেন, ‘এসডিজি বাস্তবায়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য মূল্যায়ন গুরুত্বপূর্ণ।’

এসডিজি অর্জনের জন্য প্রমাণভিত্তিক পদক্ষেপগুলো নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় স্তরের তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা উল্লেখ করেন এনআইএলজি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর।