বৃদ্ধাশ্রমের জ্যেষ্ঠ নাগরিকদের চিকিৎসা সেবা ও তাদের মাঝে ওষুধ বিতরণ করেছে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ।
শনিবার (১৮ মার্চ) রাজধানীর উত্তরার ১৩ নং সেক্টরে আপন ভুবন বৃদ্ধাশ্রমের জ্যেষ্ঠ নাগরিকদের চিকিৎসা সেবা সহায়তা ও তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
স্কুলের শিশু-কিশোরদের নিজেদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে।