বনানী ক্লাবে আটক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা 

রাজধানীর বনানী ক্লাব থেকে আটক বিএনপির ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পুলিশের অভিযোগ, ‘ক্লাবে গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন তারা।’

সোমবার (২০ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। গ্রেফতার আসামিদের দুপুরের পরই আদালতে তোলা হবে।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাত ১টায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতারা বনানী ক্লাবে গোপন বৈঠক করছেন—এমন সংবাদ পেয়ে বনানী ক্লাবে অভিযান চালিয়ে ৫৩ জন নেতা-কর্মীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।

আরও পড়ুন: 

বনানী ক্লাবে ‘গোপন বৈঠক’ করার সময় বিএনপির ৫৩ নেতা-কর্মী আটক