নড়াইলে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় নিন্দা আসকের

নড়াইলে উদীচীর অনুষ্ঠানে পেট্রোলবোমা হামলার ঘটনায় নিন্দা ও শাস্তি দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একইসঙ্গে তদন্তসাপেক্ষে জড়িতদের শাস্তি নিশ্চিত করারও দাবি জানায় সংস্থাটি।

মঙ্গলবার (২১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক বলেছে, নড়াইলের কালিয়া উপজেলায় উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে দফায় দফায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি।

গত ১৯ মার্চ নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুটি বোমা এবং অনুষ্ঠান শেষে একটি বোমা ছোড়া হয়েছে। এরমধ্যে দু’টি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরেছে। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি বাতিল করে।

আসক মনে করে, যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। উদীচী দীর্ঘদিন ধরে এদেশে সাংস্কৃতিক চর্চা করে আসছে। নানা সময়ে তাদের নানামুখী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। এমন ঘটনা নাগরিকের সাংস্কৃতিক অধিকার চর্চার ক্ষেত্র সংকুচিত করবে। যা অনাকাঙ্খিত ও অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুততার সাথে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানায় আসক।