বুড়িগঙ্গার কান্না শুনবে কে? (ফটোস্টোরি)

শীতকালে কমতে থাকে নদীর পানি। বর্ষার নতুন পানি আসার আগ পর্যন্ত নদীর হতশ্রী এক চিত্র চোখে পড়ে। বিশেষত রাজধানী ঢাকার পাশের নদীগুলোতে পানি থাকে না বললেই চলে। এসময়ে ময়লা-আবর্জনাই চোখে পড়ে শুধু। মাঝখানে সামান্য পানির দেখা মিললেও এটিকে নদীর পানি বলতে কষ্ট হয়। স্থানে স্থানে জমাট পানিতে কচুরিপানার জঞ্জাল। কলকারখানা ও পয়োবর্জ্যে মিশ্রিত বিষাক্ত কালো পানি ছড়িয়ে আছে নদীজুড়ে। একসময় যে নদীর তীরে ঢাকা শহর গড়ে উঠেছিল, সেই বুড়িগঙ্গার বর্তমান চিত্র এটি। দখলে-দূষণে মুমূর্ষু নদীটির দিকে আর তাকানো যায় না। বুড়িগঙ্গার এক ফোঁটা পানিও আজ আর পানযোগ্য নয়। নদীর এ কান্না শোনার কানে তালা লাগিয়েছে সবাই! এমন বাস্তবতায় আজ ২২ মার্চ পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস।

বুড়িগঙ্গার কয়েকটি স্থান ঘুরে ছবিগুলো তুলেছেন বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম

লালবাগ কেল্লার পেছনে লোহার ব্রিজের কাছ থেকে তোলা বুড়িগঙ্গার ছবি

336320689_3272868892978794_4198790739817877742_n - Copy

বুড়িগঙ্গার মোহাম্মদপুর বেড়িবাঁধ সেকশনের ছবি। একসময় গাবতলী-আমিনবাজার দিয়ে তুরাগ নদীর সাথে এর সংযোগ ছিল।

336492137_1194004997914219_8760669190359069296_n - Copy

336628341_1486153032219509_4490294083212549338_n - Copy

গাবতলী গরুর হাট সংলগ্ন আমিনবাজার ব্রিজ এলাকায় বর্তমানে নদীর চিত্র

/