বিমানের সার্ভারে ম্যালওয়্যার, বিকল্প ব্যবস্থায় চলছে কাজ

রাষ্ট্রয়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু কম্পিউটার ও সার্ভারে ম্যালওয়্যার আক্রমণ করেছে। বিকল্প ব্যবস্থায় বিমানের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সম্পর্কযুক্ত ই-মেইল আইডিগুলো মাইক্রোসফট ক্লাউড সার্ভিসের মাধ্যমে চালু রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, ১৮ মার্চ বিমানের  কিছু কম্পিউটার ও সার্ভার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে ওই দিন সন্দেহযুক্ত সার্ভারটিকে আইসোলেটেড করে রাখা হয়।  ই-মেইল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। বিকল্প ব্যবস্থায় বিমানের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সম্পর্কযুক্ত ই-মেইল আইডিগুলো মাইক্রোসফট ক্লাউড সার্ভিসের মাধ্যমে চালু আছে।

তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ১৫ নম্বর ধারা অনুসারে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর অধীনে তফসিলভুক্ত একটি প্রতিষ্ঠান। তাই ডিজিটাল নিরাপত্তা এজেন্সির দেওয়া কারিগরি দিক নির্দেশনার আলোকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর অধীন তফসিলভুক্ত প্রতিষ্ঠান হওয়ার পরও বিমানের সাইবার নিরাপত্তা কেন দুর্বল, কেন বা কীভাবে সাইবার অ্যাটাক হলো, এ বিষয়ে কোনও তথ্য জানায়নি বিমান।