ভিন্ন আবহে প্রথম রমজানের জুমা, রাজধানীর মসজিদে মুসল্লিদের ভিড়

একদিকে পবিত্র রমজানের প্রথম দিন, অন্যদিকে শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজ। তাই রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিড় ছিল অনেকে বেশি। বেশির ভাগ মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় বাইরে রাস্তায় নামাজ পড়তে দেখা গেছে।

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, পান্থপথ, কলাবাগান, গ্রিনরোড, গুলশানসহ প্রায় সব এলাকার ছোট-বড় সব মসজিদেই ছিল মুসল্লিদের ভিড়। সড়কের পাশের মসজিদগুলোয় ভেতরে মুসল্লিদের সংকুলান না হওয়ায় তা ছড়িয়েছে মূল সড়কে। এ কারণে দুপুর সোয়া ১টা থেকে প্রায় পৌনে ২টা পর্যন্ত রাজধানীর অনেক সড়কই ছিল প্রায় বন্ধ। প্রখর রোদ মাথায় নিয়েই সড়কে মুসল্লিরা নামাজে দাঁড়িয়েছেন।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেলা সাড়ে ১১টা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেককেই বাইরে নামাজ পড়তে দেখা গেছে।

জাতীয় এই মসজিদে খুতবার সময় জাকাত আদায়ের বিষয়ে আলোচনা করা হয়। খতিব মুফতি রুহুল আমীন সবাইকে জাকাত আদায়ের আহ্বান জানান। একই সঙ্গে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য সব পাপকাজ থেকে বিরত হওয়ার অনুরোধ করেন।

আজ  জুমার ফরজ দুই রাকাত ও বাকি নামাজের পর বিশেষ মোনাজাতে হয়েছে মসজিদগুলোয়। রমজান মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ মাস। আর রজমানের মাসে জুমার নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই নামাজ শেষে মোনাজাতে সবার কল্যাণ কামনা করা হয়।