মগবাজারে দোকানে বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পেপসি-কোক

মগবাজার রেলগেটের কাছে লক্ষ্মীপুর জেনারেল স্টোর নামে একটি দোকানে অনায়েসে বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় পেপসি, কোকাকোলা, সেভেন আপ। এক ক্রেতা তার প্রতিবাদ জানিয়ে মূল্য ফেরত চাইলেও পাত্তা দেননি দোকানদার। পরে ক্রেতা অভিযোগ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মগবাজারের সেই দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান প্রতিষ্ঠানটির ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান এবং সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। এ সময় দোকানটি বন্ধ করে দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আব্দুল জব্বার মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, মগবাজারের লক্ষ্মীপুর জেনারেল স্টোরে অভিযান চালিয়ে কয়েক শ বোতল কোমল পানীয় পাওয়া গেছে, যেগুলো মেয়াদোত্তীর্ণ এবং বিক্রি করা হচ্ছিল। একজন ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আমরা তা খুঁজে পাই।

তিনি আরও বলেন, দোকানটিকে তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দোকানের মেয়াদোত্তীর্ণ সব পণ্য সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে ব্যবসা পরিচালনা করতে পারবে না।