ভালো নেই কবি মহাদেব সাহা

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পাওয়া কবি মহাদেব সাহা অসুস্থ হয়ে শয্যাশায়ী। একাধিক চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাড়িতে চিকিৎসা চলছে তার। হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন কবি, তার সঙ্গে নতুন করে বেড়েছে মেরুদণ্ডের ব্যথা।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (৩০ মার্চ) জাতীয় কবিতা পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক কবি শরাফত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। নতুন করে মেরুদণ্ডের ব্যথা বেড়ে যাওয়ায় একেবারেই শয্যাশায়ী হয়ে পড়েছেন।’

কবি মহাদেব সাহা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘সেখানকার ডা. অজয় আগারওয়াল ও ডা. অমিত কাপুরসহ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে কবির। ওনার স্ত্রী নীলা সাহাও অনেক দিন ধরে অসুস্থ থাকায় পরিচর্যার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।’

সবশেষ শারীরিক অবস্থা জানতে চাইলে কবি শরাফত হোসেন বলেন, ‘শ্বাসপ্রশ্বাসে সমস্যার সঙ্গে নতুন করে আরও কিছু সমস্যা তীব্রভাবে দেখা দিয়েছে। সার্বক্ষণিক একজনকে পরিচর্যা করতে হচ্ছে। নিজে কিছুই করতে পারছেন না, সব মিলিয়ে কবি ভালো নেই।’

১৯৪৪ সালের ৫ আগস্ট সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি মহাদেব সাহা। তার বয়স এখন ৭৯ বছর। তার বইয়ের সংখ্যা দেড় শতাধিক। ১৯৭২ সালে কবির প্রথম কবিতার বই ‘এই গৃহ এই সন্নাস’ প্রকাশিত হয়, ‘চাই বিষ অমরতা’ প্রকাশ পায় ১৯৭৫ সালে। সমকালীন প্রেমের কবিতায় বিরলপ্রজ এই কবির ২০১৫ সালে প্রকাশিত ‘ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই’ বইটিও পাঠক টানতে সক্ষম হয়েছে।

দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত থাকা মহাদেব সাহা স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার, খালেকদাদ চৌধুরী স্মৃতি পদকসহ বহু পুরস্কার পেয়েছেন।