বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে ভোক্তা অধিদফতর

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদানের এক লাখ টাকা এবং অধিদফতর কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল বাতিল করে সেই খরচের অর্থ ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হবে। রবিবার (৯ এপ্রিল) সকালে এই অনুদানের চেক হস্তান্তর করবেন অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রবিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির কাছে অনুদানের অর্থের চেক হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে অধিদফতরের কর্মকর্তারা, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি, এফবিসিসিআই এর প্রতিনিধি এবং বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত থাকবেন।