ঈদের ছুটির প্রথম দিনে বাসযাত্রীদের চাপ কম

আজ থেকে ঈদের ছুটি শুরু। তবে ছুটির প্রথম দিন বাসে করে বাড়িমুখী ঈদ যাত্রীর সংখ্যা কম ছিল। কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে পরবর্তী দুদিন বৃহস্পতি ও শুক্রবার যাত্রীর সংখ্যা বাড়বে। এ ছাড়া এ বছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় বাড়ি ফেরা নিয়ে যাত্রীদের তাড়াহুড়ো নেই বলে মনে করেন কাউন্টারে টিকিট বিক্রেতারা।

বুধবার (১৯ এপ্রিল) সকল ৮টা থেকে ১১টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা দেখা যায়, অগ্রিম টিকিট বিক্রির কারণে টার্মিনালে কাউন্টারে অলস বসে আছেন টিকিট বিক্রেতারা। যেসব কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি বাকি ছিল বা বিক্রি করেনি, তারা ডেকেও যাত্রী পাচ্ছিল না।

এ বিষয়ে সোহাগ পরিবহনের মেনেজার মো. সোলাইমান হোসেন বলেন, অগ্রিম টিকিটের বেশির ভাগ যাত্রী ২০ থেকে ২১ তারিখের। প্রথমে তো ঈদের ছুটি ২১ তারিখ ছিল, পরে এক দিন বাড়ানোয় সেই ছুটি ১৯ তারিখ অর্থাৎ শবে কদরের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু টিকিট তো আগেই কেটে রাখছে। তাই আজ যাত্রী কম।

ঈদের লম্বা ছুটিতে যাত্রীদের বাড়ি ফেরার তাড়া কম জানিয়ে গোল্ডেন লাইন বাস কাউন্টারের টিকিট বিক্রেতা রনি বলেন, গতকাল রাতে শবে কদরের নামাজ ছিল। অনেকে ঘুম থেকে উঠতে পারেনি মনে হয়। তা ছাড়া এবার ঈদের ছুটি লম্বা যাত্রীদেরও তাড়া নাই।

তবে বিকালের পর যাত্রীসংখ্যা বাড়বে বলে মনে করে কাউন্টারগুলো।

সুবর্ণ পরিবহনের কাউন্টারে থাকা মো. মিঠু বলেন, দিনে গরম তাই হয়তো যাত্রীরা বের হচ্ছে না। তবে আশা করা যায় বিকালের পর যাত্রী সংখ্যা বাড়বে। আর তৈরি পোশাককর্মীদেরও তো ছুটি হয়নি। তারা আসলেও স্টেশনে যাত্রী দেখা যাবে।