দেশব্যাপী এজেন্ট নিয়োগ করে বিদেশ পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে প্রতারণার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে নামসর্বস্ব এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান ওরফে আজাদ (৩২), আরমান (৪৪), আওলাদ হোসেন ওরফে দীপু (৫৪), রেজওয়ানুল হক (৪৩), ফিরোজ মোল্লা (৪১), জিল্লুর রহমান (৪৩)। এ সময় তাদের কাছ থেকে অসংখ্য ভুক্তভোগীর পাসপোর্ট জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া ভিসা, বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট ও বিমানের টিকিট জব্দ করা হয়।
শুক্রবার (১২ মে) র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আসামিরা বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার অসহায় মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের পাসপোর্ট নিজেদের কাছে রাখতো। বিভিন্ন দেশে পাঠানোর নামে তাদের কাছ থেকে অগ্রিম দুই-তিন লাখ টাকা নিতো। পরে তাদের ভুয়া ভিসা ধরিয়ে দিতো।
এই চক্রের সদস্যদের এই প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আর কারা জড়িত, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।