X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ বিপু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ১৮:৫৫আপডেট : ০৩ মে ২০২৫, ১৮:৫৫

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও ‘শুটার’ মাহফুজুর রহমান ওরফে বিপুকে (৪৮) গ্রেফতার করেছে র‍্যাব-৩। শুক্রবার দিবাগত রাতে ফরিদপুরের মধুখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে সহযোগিতা করে র‍্যাব-১০। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।

বিপুর বাড়ি মিরপুরের শেওড়াপাড়ার মৈত্রী নিবাস এলাকায়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি অস্ত্র মামলা, হাতিরঝিল থানায় হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১১টায় রাজধানীর নয়াটোলা মোড়ল গলির ‘দ্য ঝিল ক্যাফের’ সামনে যুবদলকর্মী মো. আরিফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান। এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে বিপুসহ কয়েক জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবি তেজগাঁও বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানা গেছে, বিপু দীর্ঘদিন ধরে হাতিরঝিল ও মগবাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনসাধারণকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এ কারণে আতঙ্কে ছিল এলাকাবাসী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

মুত্তাজুল ইসলাম বলেন, ‘বিপু একজন চিহ্নিত শুটার এবং সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও হত্যা মামলার একাধিক অভিযোগ রয়েছে।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব জানান, বিপুর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রয়েছে। আরও কয়েকটি মামলার তথ্য যাচাই করা হচ্ছে।

/এবি/আরকে/
সম্পর্কিত
মিরপুরে বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ৪
আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
হাজারীবাগে ছেলে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
পদ্মার সেই বাঁধে আবারও ভাঙন, নিমিষেই বিলীন হলো ৮ স্থাপনা
পদ্মার সেই বাঁধে আবারও ভাঙন, নিমিষেই বিলীন হলো ৮ স্থাপনা
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স