X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ বিপু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ১৮:৫৫আপডেট : ০৩ মে ২০২৫, ১৮:৫৫

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও ‘শুটার’ মাহফুজুর রহমান ওরফে বিপুকে (৪৮) গ্রেফতার করেছে র‍্যাব-৩। শুক্রবার দিবাগত রাতে ফরিদপুরের মধুখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে সহযোগিতা করে র‍্যাব-১০। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।

বিপুর বাড়ি মিরপুরের শেওড়াপাড়ার মৈত্রী নিবাস এলাকায়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি অস্ত্র মামলা, হাতিরঝিল থানায় হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১১টায় রাজধানীর নয়াটোলা মোড়ল গলির ‘দ্য ঝিল ক্যাফের’ সামনে যুবদলকর্মী মো. আরিফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান। এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে বিপুসহ কয়েক জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবি তেজগাঁও বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানা গেছে, বিপু দীর্ঘদিন ধরে হাতিরঝিল ও মগবাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনসাধারণকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এ কারণে আতঙ্কে ছিল এলাকাবাসী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

মুত্তাজুল ইসলাম বলেন, ‘বিপু একজন চিহ্নিত শুটার এবং সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও হত্যা মামলার একাধিক অভিযোগ রয়েছে।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব জানান, বিপুর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রয়েছে। আরও কয়েকটি মামলার তথ্য যাচাই করা হচ্ছে।

/এবি/আরকে/
সম্পর্কিত
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সর্বশেষ খবর
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!