বৈরী আবহাওয়ায় অপরাধ ঠেকাতে সীমান্তে বিজিবির ৫০০ সদস্য মোতায়েন

ঘূর্ণিঝড় মোখা দেখতে উৎসুক পর্যটকদের কক্সবাজার সমুদ্রসৈকত থেকে সরাতে মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘূর্ণিঝড় 'মোখা'য় যেকোনও প্রয়োজনীয় সহায়তার জন্য ০১৭৬৯৬০০৫৫৫ ও ০১৮৮৯৬০০৫৫৫ দুটি টোল ফ্রি নম্বর চালু রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে বিজিবি। ঘরে ঘরে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে টেকনাফে আমার ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় ৫০০ সৈনিক মাঠে তৎপর। তারা প্রতিটি বাড়িতে যাচ্ছেন। এলাকাবাসীদের ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানাচ্ছেন। তাদের সাইক্লোন শেল্টার বা নিকটবর্তী আশ্রয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে সীমান্ত অপরাধ যাতে না বাড়ে, এ জন্য সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।