নৌপরিবহন অধিদফতরে নতুন মহাপরিচালক

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত নৌপরিহন অধিদফতরের মহাপরিচালক কমোডর মো. নিজামুল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার স্থলে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কমোডর মোহাম্মদ মাকসুদ আলম।

রবিবার (২১ মে) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রসঙ্গত, কমোডর মো. নিজামুল হকের বিরুদ্ধে সম্প্রতি ক্ষমতার অপব্যবহার, প্রকল্পের কাজে অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি সাড়ে ৬ কোটি টাকার বিলাসবহুল নির্মাণসামগ্রী জোরপূর্বক লাগাতে বাধ্য করার ও হয়রানি প্রতিকার চেয়ে নৌ-মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-সচিবকে চিঠি দেয় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, একটি প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ‘ভয়াবহ দ্বন্দ্বে’ জড়িয়ে পড়েছেন নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক (ডিজি), প্রকল্প প্ররিচালক (পিডি) ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন খবর প্রকাশে সপ্তাহ দুইয়ের মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।