রাজধানীতে কীটনাশক পানে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মতিঝিলের আরামবাগে কীটনাশক পানে জুয়েল তুষার (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি সিটি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (৩০ মে) রাতে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাদ দিয়ে বলেন, জুয়েল পড়াশোনা নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকতো। হয়তো এসব কারণেই হতাশা থেকে কীটনাশক পানে আত্মহত্যা করতে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের বড় ভাই সোহেল রানা জানান, ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় জুয়েলকে উদ্ধার করে রাত ৯টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯টা ৩৪ মিনিটে তার মৃত্যু হয়।

জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ফজলু মিয়ার ছেলে। তিনি আরামবাগ এলাকায় বড় ভাই সোহেল রানার সঙ্গে মেসে থাকতেন। তার বড় ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।