অক্টোবরে দুই দিনব্যাপী ‘উই সামিট’

দেশের নারী উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) উদ্যোগে অক্টোবর মাসে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘উই সামিট’। রাজধানীর বসুন্ধরার আইসিসিবির নবরাত্রি হলে অক্টোবরের ৬ ও ৭ তারিখে এই সামিট অনুষ্ঠিত হবে।

সম্প্রতি উই সামিটের পার্টনারদের সঙ্গে নিয়ে ২০২৩ সালের সামিটের লোগো উন্মোচন করা হয়েছে রাজধানী মহাখালীর রাওয়া ক্লাবে। অনুষ্ঠানে লোগো উন্মোচন করে কেক কাটেন উই’র প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। 

উই’র অ্যাডভাইজর মেজর (অব.) কবির সাকিব বলেন, ‘এবারের সামিটে দেশের ৬৪টি জেলার নারী উদ্যোক্তারা আসবেন, বছরে এই দুটি দিনের জন্য আমাদের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করেন।’

উই’র পরিচালক ইমানা জ্যোতি বলেন, ‘আমাদের এবারের থিম মুক্তিযুদ্ধে নারীর অবদান, স্বাধীনতার সঙ্গে বর্তমানের যোগসূত্র দিয়ে। উই সামিটে অংশগ্রহণের নিবন্ধন লিংক পেতে এখানে ক্লিক করুন।’

উই’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো এবারের উই সামিটের কথা বেশি বেশি করে ছড়িয়ে দিতে যাতে বগুড়ার উদ্যোক্তা বোনটির সঙ্গে কাপ্তাই’র বোনটির পরিচয় হয়। যাতে দেশের বাইরের বায়াররা আমাদের আয়োজনে এসে আমাদের পণ্য রফতানিতে সহযোগিতা করে। যাতে করে আমরা বলতে পারি আমরা নারী, আমরা পারি।’