সার্ভেয়ার পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৮১ জন সার্ভেয়ার (গ্রেড ১৪) নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে ৮৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রবিবার (১৮ জুন) সার্ভেয়ার নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণদের পরবর্তী করণীয় সম্পর্কে ভূমি মন্ত্রণালয়ের দাফতরিক ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

রবিবার (১৮ জুন) ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৮১ জন সার্ভেয়ারের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ভূমি মন্ত্রণালয়। ২ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১৪১৪ জন চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন এবং ২২০ জন উত্তীর্ণ হন। গত ৮ থেকে ১৩ জুন পর্যন্ত  উত্তীর্ণ প্রার্থীদের  মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় প্রক্সি জালিয়াতি, অন্যান্য অসদুপায় ও অনুত্তীর্ণ হওয়ার কারণে বাদ পড়েন ৬৭ জন।

উল্লেখ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কিছু প্রশাসনিক জটিলতা নিষ্পত্তি করে সার্ভেয়ারদের এই শূন্য পদে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়। শিগগিরই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (সাবেক তহশিলদার) পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে। পদোন্নতির শর্ত পূরণ করে এবং শূন্য পদ থাকা সাপেক্ষে ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদ থেকে দশম গ্রেডের কানুনগো পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, কানুনগো পদে নিয়োগের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে ওই পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া এখনই সম্ভব হচ্ছে না। এছাড়া, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও সেটেলমেন্ট বিভাগেও সার্ভেয়ার পদ আছে। তারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের আওতায় বিভিন্ন সেটেলমেন্ট অফিসে কাজ করেন।

এছাড়া, রবিবার ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দফতরের নিয়োগের জন্য মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ হয়েছে। এতে নিরীক্ষক (রাজস্ব) পদে ১৪১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৭৭ জন এবং অফিস সহায়ক পদে ৬১ জন চাকরি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।  পরবর্তী সময়ে তাদেরকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে।