ডিএনসিসি মেয়র’স কাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র’স কাপ ২০২৩ এর ক্রিকেটে (টি-টোয়েন্টি) পুরুষ বিভাগে ৩৯নং ওয়ার্ড এবং নারী বিভাগে ৩৭নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (২৬ জুন) দুপুরে মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ বিভাগে  মুখোমুখি হয়েছিল ৩৯ নং ওয়ার্ড বনাম ২৭ নং ওয়ার্ড।

এর আগে রবিবার (২৫ জুন) একই মাঠে নারী বিভাগে লড়েছিল ৩৭ নং ওয়ার্ড বনাম ২৮ নং ওয়ার্ড।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় মেয়র বলেন, মাদকের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য মেয়র’স কাপ আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে দূরে রাখার জন্যই এই টুর্নামেন্ট। যুবসমাজকে ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে।

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. কাজী নাবিল আহমেদ এমপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম বাসেক, কাউন্সিলর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, 'খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দুরে রাখি’- এই স্লোগান নিয়ে ২০২১ সাল থেকে মেয়র'স কাপ আয়োজন করে আসছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ক্রিকেটের পাশাপাশি ভলিবল ও ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের খেলোয়াড়রা।