খামারেও বিক্রি হচ্ছে কোরবানির গরু (ফটো স্টোরি)

শেষ সময়ে হাটের পাশাপাশি খামার থেকেও অনেকে গরু কিনছেন। খামারে দুইভাবে গরু বিক্রি করা হয়। লাইভ ওয়েট এবং ঠিকা পদ্ধতিতে। রিভারাইন ফার্মস লিমিটেড খামারের পরিচালক মো. সাইফুল আজিম তন্ময় জানান, তার খামারেও এই দুইভাবে গরু বিক্রি করা হয়। ক্রেতারা অগ্রিম গরু কিনে ফার্ম থেকে যেকোনও সময় নিয়ে যেতে পারেন।

খামারের গরুকে গোসল করানো হচ্ছে

খামারে গরু দেখতে এসেছেন ক্রেতা

সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা কোরবানির গরু

নানা রঙের গরু রয়েছে খামারটিতে

গরুর যত্ন নিচ্ছেন খামারি

বিক্রির উদ্দেশ্যে গরুরগুলোকে সাজিয়ে রাখছেন তারা

অনেক বড় জাতের গরুও আছে এখানে

বিক্রির জন্য গরুগুলোকে প্রস্তুত করা হচ্ছে

খোলা মাঠে এনে গরুটিতে দেখানো হচ্ছে

রিভারাইন ফার্মস লিমিটেড

অনলাইনেও বিক্রি হচ্ছে এখানকার গরু