আগুন লাগা জাহাজে উদ্ধার অভিযান

নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন, বরিশাল থেকে ডলফিনের রওনা

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর উদ্ধার অভিযানে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। বরিশাল থেকে ঘটনাস্থলে রওনা দিয়েছে নৌবাহিনী জাহাজ ডলফিন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. রাশেলুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এর আগে রবিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজ অংশ নেয় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র উদ্ধার কর্মীরা।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর প্রান্তে শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।