লাইফ সাপোর্টে সেই শিক্ষিকা

পারিবারিক কলহের জেরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন শিক্ষিকা সুদীপ্তা রায় ঘোষ লাইফ সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এই শিক্ষিকাকে স্বামীর হাতে প্রহৃত হতে দেখা যায়। অভিযোগ উঠেছে, আর্থিক বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে গত ১৬ জুলাই স্বামী সুনীল রঞ্জন ঘোষ মারধর করেন সুদীপ্তা রায় ঘোষকে। এরপর থেকে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। তবে চিকিৎসকদের ধারণা মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে এমনটি হতে পারে।

চিকিৎসকরা জানান, গত ১৭ জুলাই সুদীপ্তা ঘোষকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে মাঝে একদিন লাইফ সাপোর্ট খুলে ফেলা হলেও স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় পুনরায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে কর্তব্যরত সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. আরিফ সোমবার (২৪ জুলাই) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোগীর অবস্থা এখনও সংকটাপন্ন। বিপদমুক্ত বলা যাবে না। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল, কিন্তু সেটি খুলে নেওয়ার মতো অবস্থা এখনও হয়নি। আমাদের আরও সময় লাগবে বুঝতে যে, ওনাকে আসলে লাইফ সাপোর্ট থেকে বের করে আনা যাবে কিনা। তবে তিনি রেসপন্স করছেন।’

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবার জানিয়েছে— রোগী রাতে ঘুমিয়েছে, কিন্তু সকালে ঘুম থেকে ওঠেনি। সকালে ঘুম থেকে ওঠাতে গেলে সুদীপ্তার ছেলে শংখময় ঘোষ বাসায় ওষুধের পাতা পড়ে থাকার আলামত খুঁজে পান। এরপর হাসপাতালে নিয়ে আসা হলে ভর্তির সময় রোগীর জ্ঞান খুবই কম ছিল।

চিকিৎসকরা জানান, ইউরিন টেস্ট করে সেখানে ঘুমের ওষুধের উপস্থিতি পাওয়া গেছে, যা মাত্রাতিরিক্ত ছিল।