দুই আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি

পরিচালনা নীতিমালা না হওয়া পর্যন্ত রাস্তায় অ্যাম্বুলেন্স অবাধে চলতে পারবে এবং তিন মাসের মধ্যে নীতিমালা প্রস্তুত হওয়ার আশ্বাসের ভিত্তিতে আপাতত অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা এক অডিও বার্তায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গু মহামারির কারণে নীতিমালা না হওয়া পর্যন্ত রাস্তায় অ্যাম্বুলেন্স অবাধে চলতে পারবে- এই শর্তে আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিআরটিএ চেয়ারম্যান তিন মাসের মধ্যে নীতিমালা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

এর আগে ছয় দফা দাবিতে ২৫ জুলাই থেকে ধর্মঘটের ডাক দেয় অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। ছয় দফা হলো–সেবা খাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্সে প্রাইভেট কারের মতো আয়কর (এটিআই) বন্ধ করতে হবে। অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা, রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল ও গ্যাস নেওয়ার সুবিধা এবং সড়কে হয়রানিমুক্ত ও নির্বিঘ্নে পথ চলার সুযোগ।