এমআইএসটিতে তিন দিনের সিআইসিএম ২০২৩ কনফারেন্স চলছে

‘সহনশীলতা ও স্থায়িত্ব’ প্রতিপাদ্য নিয়ে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্স ইন সিভিল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কনস্ট্রাকশন মেটারিয়েলস (সিআইসিএম ২০২৩) চলছে। বুধবার (২৬ জুলাই) থেকে শুরু হয়েছে এই কনফারেন্স।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কনফারেন্সের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত কনফারেন্সে সভাপতির দায়িত্ব পালন করেন।

কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মু. অহিদুল ইসলাম। কনফারেন্সের উদ্বোধনী সেশনে প্রফেসর ড. গ্র্যাগরি ম্যাকরে ইউনিভার্সিটি অব ক্যানটারবারি এবং মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ (অব.) মূল উপস্থাপনা করেন।

কনফারেন্সের প্রথম দুই দিনে দেশ এবং বিদেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যাপক, গবেষণাবিদ এবং বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন। কনফারেন্সের সমাপনী দিনে অতিথিরা এমআইএসটির তত্ত্বাবধানে পদ্মা বহুমুখী সেতু এবং প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।

বিখ্যাত প্রকৌশলী ড. ফজলুর রহমান খান, যাকে উচ্চ কাঠামো নির্মাণের জন্য ‘আধুনিক টিউবুলার ডিজাইনের জনক’ বলা হয়ে থাকে, তার সম্মানে এবারের কনফারেন্স আয়োজন করা হয়েছে।

এবারের সিআইসিএম ২০২৩ কনফারেন্সে সর্বমোট ৪৪টি পর্বে অনুষ্ঠিত হবে, যার মধ্যে আছে সাতটি মূল পর্ব, চারটি বিশেষ পর্ব, পাঁচটি আমন্ত্রিত পর্ব এবং ২৮টি প্রযুক্তিগত পর্ব। প্রকৌশল অবকাঠামোর চ্যালেঞ্জ, কাঠামোগত গতিশীলতা এবং কম্পন, কাঠামোর মূল্যায়ন এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ, মেরামত, পুনর্বাসন এবং কাঠামোর রেট্রোফিটিং, উদ্ভাবনী নির্মাণ উপকরণ এবং কাঠামো, নির্মাণসামগ্রীর কর্মক্ষমতা, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, পরিবেশ ও জলসম্পদ সম্পর্কিত অবকাঠামো, শহুরে অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

কনফারেন্সে ইউনিভার্সিটি অফ ইলিনিয়স আরবানা-স্যাম্পেইন, ইউসি বার্কলে, লিহাই ইউনিভার্সিটি, নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, মিসৌরী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হুনান ইউনিভার্সিটি, মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিফাউন্ডল্যান্ড, ইউনিভার্সিটি অব ক্যালগ্যারি, পলিটেকনিক মন্ট্রিল, ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, মিলটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নর্দান ব্রিটিশ কলাম্বিয়া, সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, পলিটেকনিক ডি মিলানো, ইয়র্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব চার্লটন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, ম্যানহাটন কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এবং টেকনোলজিসহ আরও বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের প্রখ্যাত ব্যক্তিরা তাদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন।

এমআইএসটিতে প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্স ইন সিভিল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কনস্ট্রাকশন মেটারিয়েলস (সিআইসিএম) আয়োজন করা হয় ২০১৫ সালের ১৪ থেকে ১৫ ডিসেম্বর।