কুবির ভিসি ফৌজদারি অপরাধ করেছেন, মানববন্ধনে সাংবাদিকরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এ সময় ভিসি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও ফৌজদারি অপরাধ সংঘটিত করেছেন বলে দাবি করেন সাংবাদিকরা।

শনিবার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্পাস সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা আজ মাঠে দাঁড়িয়েছি। ইকবালের বিরুদ্ধে অন্যায় হয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। অনথ্যায় আমরা আরও শক্ত কর্মসূচি নিয়ে রাজপথে নামবো।’

তারা বলেন, ‘সাংবাদিকের সংবাদ প্রচারে বাধা দিয়েছে আর ইকবালকে বহিষ্কারে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মানা হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও ফৌজদারি অপরাধ সংঘটিত করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শুধু ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করেননি এই উপাচার্য, তিনি ক্যাম্পাস সাংবাদিককের বিরুদ্ধেও দাঁড়িয়েছেন।’

মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সাংবাদিকরাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।