কাজী শাহেদ আহমেদ কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, কর্মের মধ্য দিয়ে বাংলার মানুষের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন কাজী শাহেদ আহমেদ।

মঙ্গলবার (২৯ আগস্ট) এক শোকবার্তায় এ কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কাজী শাহেদ আহমদ ছিলেন দেশের সংবাদপত্র জগতে আধুনিকতার অন্যতম পথিকৃত। তিনি দেশের সংবাদপত্র, শিক্ষা, শিল্প, ক্রীড়া সেক্টরে অভূতপূর্ব অবদান রেখেছেন। তিনি তার কর্মের মধ্য দিয়ে বাংলার মানুষের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন।

উল্লেখ্য, কাজী শাহেদ আহমদ (৮৩) গতকাল সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায়  রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।