ফরিদপুরের নগরকান্দায় রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন নামে দুই জনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বারকে (৬০) গ্রেফতার করেছে র্যাব-২। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আওয়াল হোসেন চার বছর ধরে পলাতক ছিল। তথ্য যাচাই-বাছাই করে তার অন্যান্য সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ আগস্ট ফরিদপুরের নগরকান্দার মধ্যকাইচাইল মাদ্রাসা মসজিদে আসরের নামাজ শেষ করে রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিনসহ অন্যরা মাদ্রাসা মাঠে যান। সেখানে পূর্ব শত্রুতার জেরে আওয়াল হোসেনসহ তার সহযোগীরা রওশন ও মিরাজুলের ওপর হামলা করে। আগ্নেয়াস্ত্র ও শর্টগান দিয়ে ওই দুই জনকে উপর্যুপরি গুলি করে আওয়াল হোসেনের সহযোগীরা। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন আরও কয়েকজন। এ ঘটনায় আওয়াল হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলায় বিচারিক কার্যক্রম শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আসামিরা আত্মগোপন চলে যায়।