X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

রাজধানীতে আ. লীগের ৫ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ১৯:১১আপডেট : ০৯ মে ২০২৫, ১৯:১১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তারা সবাই একাধিক মামলার আসামি এবং রাজনৈতিক পরিচয়ের আড়ালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ও মাওয়া হাইওয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– পল্লবী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সহযোগী মো. রমজান আলী সিটু (৪৭), মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আলমগীর (৩৫), গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়ের (৩০), ঢাকা মহানগর ৬৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৪৫) এবং আওয়ামী লীগ মনোনীত কুমিল্লার ১৬ নম্বর ধামঘর ইউনিয়নের চেয়ারম্যান ও ৩ নম্বর মুরাদনগর আসনের সংসদ সদস্যের এপিএস মো. আব্দুল কাদের (৫২)।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্লবী এলাকা থেকে রমজান আলী সিটুকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের একটি দল। মহাখালীর রসুলবাগ এলাকা থেকে ওইদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাসেল আল জোবায়েরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল। রাত ১০টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে আলমগীরকে গ্রেফতার করা হয় ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে। এরপর রাত ৯টায় মাওয়া হাইওয়ে থেকে মেহেদী হাসান এবং রাত ১০টার দিকে কলাবাগান থানা এলাকা থেকে আব্দুল কাদেরকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি আভিযানিক দল।

ডিবির দাবি, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা, হঠাৎ মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এবি/আরকে/
সম্পর্কিত
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৪ জন কারাগারে
সর্বশেষ খবর
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের সার্থকতা: ধর্ম উপদেষ্টা
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের সার্থকতা: ধর্ম উপদেষ্টা
৫ আগস্ট দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি: সারজিস আলম
৫ আগস্ট দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি: সারজিস আলম
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে