রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামার সময় পড়ে গিয়ে ফাহিম আহমেদ খান (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ও পরে তাকে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছেলেটি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ওই শিক্ষার্থীকে ঢামেকে নিয়ে এসেছেন তার সহপাঠী আজিজুল ইসলাম ও মেহেরাব হোসেন। তারা জানান, ফাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (এলএলবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে।
মেহেরাব হোসেন বলেন, ‘সে ক্যান্টেনমেন্ট এলাকায় প্রাইভেট পড়াতে যায়। আজ বিকালে ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাসে করে যাওয়ার পথে ক্যান্টেনমেন্ট এলাকায় নির্ঝর বাস স্টপেজে বাস থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।’
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা জানান, তার বাঁ পা ও কোমরের হাড়সহ কয়েক স্থানে ভেঙে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।