ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ এবং ‘প্রথম বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট ২০২৩’। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলায় উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী।
প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে, শেষ হবে ২৩ সেপ্টেম্বর রাত ৮টায়। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর পর্যটন আকাশে উজ্জ্বল তারা হিসেবে ফুটে ওঠার জন্য নানা প্রকল্প নিয়েছে, মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, আমরা আশাবাদী।’
পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন বলেন, ‘সরকার ও মন্ত্রণালয়ের কাজ হছে সুযোগ করে দেওয়া। আর বেসরকারি উদ্যোক্তারা যদি সেই সুযোগকে সুন্দরভাবে কাজে লাগায়, তাহলে অনেক কিছু সম্ভব। পথে বাধা আসবেই, সেই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় সদা সজাগ এবং তা অতিক্রম করতে তৎপর।’
মেলার পাশাপাশি স্থানীয় পর্যটনের গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ ট্যুরিজম ডেভলপমেন্ট সামিটে (বিটিডিএস) অনেকগুলো আলোচনা সভার আয়োজন করা হয়েছে।