X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ঈদ আনন্দ উৎসবে মিষ্টিমুখ করাবে ডিএনসিসি, থাকছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৫:৪৭আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৫:৪৭

নগরবাসীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আসন্ন ঈদুল ফিতরে বর্ণাঢ্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আনন্দ মিছিল, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারীদের মিষ্টি ও সেমাই দিয়ে আপ্যায়ন করা হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান।

ডিএনসিসি জানায়, উৎসবে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে ঈদের জামাত, ঈদ আনন্দ মিছিল ও ঈদ মেলার আয়োজন করা হয়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ)।

ঈদের জামাত শেষে সেখান থেকে শুরু হবে ঈদ আনন্দ মিছিল, যা আগারগাঁও প্রধান সড়ক হয়ে মানিক মিয়া এভিনিউতে (সংসদ ভবনের দক্ষিণ প্লাজা) গিয়ে শেষ হবে। এই আনন্দ মিছিলে থাকবে ঘোড়ার গাড়ি, ঢোল-বাজনা এবং ‘ন্যায্য ঢাকা’ গড়ার বার্তা সংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড।

মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে অংশগ্রহণকারীদের জন্য সেমাই ও মিষ্টির ব্যবস্থাও থাকবে।

ঈদ আনন্দ উৎসব উপলক্ষে ডিএনসিসিতে প্রস্তুতি সভা এছাড়া বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এবছরই প্রথমবারের মতো ঈদ আনন্দ উৎসব আয়োজন করছে ডিএনসিসি।

এ উপলেক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) ডিএনসিসিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, ঈদের জামাতের জন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হচ্ছে,

সেখানে একসঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে এবং ওজুর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার বিষয়েও যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সকাল ৯টায় ঈদ আনন্দ মিছিল শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ডিএনসিসির নতুন বাজেটমশা নিয়ন্ত্রণে বরাদ্দ ১৮৭ কোটি টাকা, সর্বোচ্চ সড়ক উন্নয়নে
সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা
‘বায়ুমান পরিমাপে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে মনিটরিং যন্ত্র বসানো হবে’
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক