বর্ষা পেরিয়ে ঋতুচক্রে চলছে শরৎ। এই সময়েও বৃষ্টি আর বজ্রপাতের দাপট কমছেই না। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঢাকায় কয়েক ঘণ্টার বিরামহীন ভারী বৃষ্টি এবারের বর্ষার বর্ষণকেও যেন হার মানিয়েছে। ঢাকায় টানা বৃষ্টি মানেই জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটু পানি। ফুটপাতেও পানির রাজত্ব। জলজট-যানজটে নাকাল রাজধানীবাসী। রাজপথ থেকে অলিগলি, বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকার ভোগান্তির ছবি তুলেছেন বাংলা ট্রিবিউনের আলোকচিত্রি নাসিরুল ইসলাম...