বাংলাদেশ ব্যাংকে আগুন লাগেনি। ভুল করে বেজে ওঠে বা কেউ বাজিয়ে দেয় অ্যালার্ম। বাংলাদেশ ব্যাং ও ফায়ার সার্ভিস এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি বাংলাদেশ ব্যাংকে আজ (২২ সেপ্টেম্বর) কোনও আগুন লাগার ঘটনা ঘটেনি। তবে কী কারণে ফায়ার সার্ভিসের চাকরি ইউনিট এসেছিল তা এখনও বোঝা যাচ্ছে না। হয়তো কারও ভুল ইনফরমেশনের কারণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসেছিল। তারা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক গোলোযোগের কারণে ফায়ার এলার্ম বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে আসেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়া শাজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, কিছুক্ষণ আগে বাংলাদেশ ব্যাংক থেকে ফায়ার সার্ভিসের জরুরি নম্বরে একটি ফোন আসে। আগুন লেগেছে এমন একটি সংবাদ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমরা একটি ইউনিট পাঠাই। সেখানে পৌঁছে ফায়ার সার্ভিস জানতে পারে, কে বা কারা ভুল করে সতর্কতামূলক অ্যালার্ম বাজিয়েছে।