সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী রাসেল মাহমুদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানায় দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বাংলা ট্রিবিউনকে জানান, অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর কমিশন থেকে রাসেল মাহমুদের বিরুদ্ধে দুদক আইনের ২০০৪ এর ২৭ (১) ধারা অনুযায়ী মামলাটি দায়েরের অনুমোদন দেওয়া হয়। যেকোনও সময় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হবে।